গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকেছিল চিতাবাঘ। সকলের নজর এড়িয়ে সেটি বাড়ির ভেতরে একটি গাছের আড়ালে বসেছিল। তখন মাত্র সন্ধ্যা নেমে এসেছে। বারান্দার আলো জ্বলছিল বটে, তবে উঠানের সর্বত্র সেই আলো পৌঁছায়নি। এই আলো-আঁধারিতেই গা ঢাকা দিয়ে ছিল বাঘটি।

একপর্যায়ে বাঘটি বাড়িরই এক বৃদ্ধার ওপরে আক্রমণ করে বসে। আকস্মিক এই আক্রমণে ঘাবড়ে গেলেও হাতে থাকা হাঁটার লাঠি দিয়ে বাঘের মোকাবিলা করেন তিনি। বাধ্য হয়ে বাঘটি পালিয়ে যায়। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িরই এক বয়স্ক নারী লাঠিতে ভর দিয়ে সন্ধ্যার আলো-আঁধারিতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে তিনি বসেন বারান্দায়। তখনও টের পাননি তার ঠিক কয়েক হাত দূরে বারান্দাতেই ঘাপটি মেরে বসে আছে আরও এক জন!

বৃদ্ধা হাতের লাঠিটা পাশে রেখে একটু আয়েশ করে বসেন। শিকারি তখন শিকার ধরার মোক্ষম সুযোগের অপেক্ষায়। পেছন ফিরে বসতেই বৃদ্ধার ঘাড়ের ওপর লাফ দেওয়ার চেষ্টা করে চিতাবাঘ। কিছু একটা তার দিকে এগিয়ে আসছে এমনটি উপলব্ধি করে ডান দিকে ঘাড় ঘোরাতেই দেখেন চিতাবাঘ তাকে মারার জন্য উদ্যত।

ঘটনার আকস্মিকতায় বৃদ্ধার ওপর লাফও মারে বাঘটি। কিন্তু ততক্ষণে হাতের পাশে রাখা লাঠিটা তুলে নিয়েছিলেন বৃদ্ধা। সেই লাঠি দিয়েই চিতাবাঘটিকে পর পর কয়েকটি আঘাত করেন। লাঠির আঘাতে শক্তি খুব বেশি না থাকলেও অবস্থা বেগতিক দেখে সেখান থেকে মুহূর্তে অন্ধকারে মিলিয়ে যায় বাঘটি। বৃদ্ধার চিৎকারে তখন বাড়ির অন্য সদস্যরাও সেখানে এসে হাজির।

হাতের ছড়ি দিয়ে চিতাবাঘকে মোকাবিলা করা ওই বৃদ্ধার নাম নির্মলা দেবী সিং। লাঠির আঘাতে বাঘ চলে গেলেও ওই বৃদ্ধা সামান্য আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের অ্যারে এলাকায়।

সংবাদমাধ্যমগুলো বলছে, এই ঘটনার ঠিক দু’দিন আগেই চার বছরের এক শিশুর ওপর হামলা চালিয়েছিল এক চিতাবাঘ। বাইরে খেলার সময় শিশুটির ওপর হামলা চালায় সে। কিন্তু স্থানীয়দের তৎপরতায় সেসময় শিশুটি প্রাণে বেঁচে যায়। পরপর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টিএম