ভারতে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের মৃত্যুর ক্ষতিপুরণবাবদ মৃতদের পরিবারের সদস্যদের ৫৭ হাজার ৭১৪ টাকা (৬৭৪ ডলার) করে দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

সোমবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এ বিষয়ক এক পিটিশনের রায়ে এই ঘোষণা দেন। রায়ে তিনি আরও বলেন, মৃতদের পরিবারের সদস্য ক্ষতিপূরণ চেয়ে আবেদনপত্র জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে দেশটির কেন্দ্রীয় সরকারকে।

ভারতে প্রথম করোনারোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন মোট ৪ লাখ ৪৯ হাজার ২১৪ জন।

এটি অবশ্য সরকারি হিসেব। বেশিরভাগ ভারতীয় এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্বাস, ভারতে করোনায় প্রকৃত মৃতদের সংখ্যা সরকারি হিসেবের তুলনায় দশগুণ বেশি।

ভারতের ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০০৫’-এর আওতায় সুপ্রিমকোর্টে এই  পিটিশনটি করেছিলেন কয়েকজন আইনজীবী ও অধিকারকর্মী। সেই আইন অনুযায়ী, যে কোনো দুর্যোগ ‍পরিস্থিতে নিহতদের সরাসরি রক্তসম্পর্কিত আত্মীয়-স্বজনকে ৪ লাখ রুপি (৪ লাখ ৬০ হাজার টাকা) করে ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।

গৌরব কুমার বনশাল নামে এক পিটিশনকারী এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে- এটি সত্য; কিন্তু আমরা আশা করেছিলাম, আইন অনুযায়ী প্রত্যেক মৃত্যুর জন্য ৪ লাখ রুপি দেওয়া হবে।

প্রথম পর্যায়ে তারা রাজ্যসরকারসমূহকে তাদের নিজ নিজ তহবিল থেকে রাজ্যে করোনায় মৃতদের ক্ষতিপুরণ দেওয়ার দাবি উঠেছিল।

তবে রাজস্থান, কেরালা, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যের সরকার এই দাবির জবাবে জানিয়েছিল, যেহেতু করোনা একটি জাতীয় দুর্যোগ- তাই এর প্রকোপে মৃতদের আত্মীয়স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

এসএমডব্লিউ