তাইওয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে তার ভূমিকা পালন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন এই দ্বীপ ভূখণ্ডের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের সঙ্গে প্রবল উত্তেজনার মাঝে বৃহস্পতিবার তাইওয়ান সফররত ফ্রান্সের সিনেটের এক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ওই মন্তব্য করেছেন তিনি।

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও বুধবার ফ্রান্সের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালেন রিচার্ড নেতৃত্বাধীন চার সদস্যের ফরাসি সিনেটের প্রতিনিধি দল তাইওয়ানে পৌঁছায়। চীন সবসময় তাইওয়ানকে মূল ‍ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসেবে মনে করে; বিদেশি কর্মকর্তাদের সেখানে সফরে সবসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বেইজিং।

গত সপ্তাহে তাইওয়ানের আকাশসীমায় চীনের পিপলস লিবারেশন আর্মির যুদ্ধবিমানের টানা অনুপ্রবেশের ঘটনার পর ফরাসি সিনেটের প্রতিনিধিরা সফর করছেন। আকাশসীমায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশের ঘটনায় যুক্তরাষ্ট্র এবং এর অন্যান্য মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট প্রাসাদে সিনেটরদের সঙ্গে আলাপকালে সাই তাইওয়ান প্রণালী পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক অংশীদারত্বের অংশ হিসেবে সমর্থত অব্যাহত রাখায় ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবো। আমরা ফ্রান্সের পাশাপাশি বাকি বিশ্বের আরও অবদান প্রত্যাশা করছি।

ফ্রান্সের সিনেটের তাইওয়ান ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান, দেশটির প্রেসিডেন্ট জ্যাকস চিরাকের মেয়াদে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড। ২০১৫ এবং ২০১৮ সালেও দুবার তাইওয়ান সফর করেছিলেন রিচার্ড।

রিচার্ডের সফরের সিদ্ধান্তে তাইওয়ান বেশ উত্তেজিত বলে জানিয়েছেন সাই। যদিও তাদের এই সফর ঘিরে চীনের চাপের কথা উল্লেখ করেছেন তিনি।

গত মার্চে প্যারিসে নিযুক্ত চীনা দূতাবাস তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে ফরাসি আইনপ্রণেতাদের বৈঠকে ঘটনায় সতর্ক করে দিয়েছিল। যদিও সেই সময় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সতর্কতা প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: রয়টার্স।

এসএস