নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী গভর্নর-জেনারেল হিসেবে দেশটির মাউরি জনগোষ্ঠীর সদস্য ডেম সিনডি কিরো শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম আদিবাসী হিসেবে গভর্নর জেনারেলের শপথ নিয়েছেন তিনি।

ওয়েলিংটনে সংসদে আলঙ্কারিক এই পদে শপথ নেওয়ার পর দেশটির প্রান্তিক জনগোষ্ঠী এবং অভিবাসীদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে আগত অল্প কিছু দর্শকের উদ্দেশ্যে ডেম সিনডি বলেন, নিজের দুই— মাউরি এবং ব্রিটিশ উত্তরাধিকার নিয়ে গর্বিত তিনি।

ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিল নিউজিল্যান্ড। ব্রিটিশ রাজা-রানিই নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। আলঙ্কারিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। ব্রিটিশ রাজপরিবারের পক্ষে সাংবিধানিক এবং আনুষ্ঠানিক দায়িত্বও পালন করেন তিনি। 

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি সিনডি বলেন, সম্প্রদায়ের সহনশীলতার বিকাশ তখনই ঘটে, যখন মানুষে মানুষের যুক্ত থাকার বোধ তৈরি হয়। আমি দেশের নতুন অভিবাসী এবং সাবেক শরণার্থীদের সঙ্গে যুক্ত থাকব এবং যারা নিউজিল্যান্ডকে বসবাসের জন্য বেছে নিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ধর্ম উদযাপন করবো।

নিউজিল্যান্ডের মোট ৫০ লাখ জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ মাউরি জনগোষ্ঠীর সদস্য; যারা এখনও সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর। দেশটির বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ এবং স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যানে মাউরিদের উপস্থিতিই বেশি দেখা যায়।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেসব শিশু বড় হয়ে ওঠে তাদের বেশিরভাগই এই সম্প্রদায়ের। ২০১৯ সালে ন্যায়বিচার এবং ভূমির অধিকারের দাবিতে রাস্তায় নেমে হাজার হাজার মাউরি বিক্ষোভ করেছিলেন।

দেশটির আদিবাসী এই নারী নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন। ইউনিভার্সিটি অব অকল্যান্ড এবং ম্যাসি ইউভার্সিটি থেকে তিনি যথাক্রমে স্যোশাল পলিসি বিষয়ে পিএইচডি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি করেছেন। এমনকি নিজের পরিবারেরও প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নতুন গভর্নর ডেম সিনডিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমি জানি প্রথম মাউরি নারী হিসেবে এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি মাথায় রাখবেন যে, এখানে আপনার সুযোগ দেশের অসংখ্য মানুষের জীবনের চলার পথে অনুপ্রেরণা দেবে।

জেসিন্ডা আর্ডার্ন গত বছর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বৈচিত্র্যময় সংসদ গঠন করেন। দেশটির ইতিহাসে ব্যাপক সংখ্যক নারী তার মন্ত্রিসভায় ঠাঁই পান।

সূত্র: রয়টার্স।

এসএস