‘মুসলিম বিয়ে একটি চুক্তি, ধর্মীয় অনুষ্ঠান নয়’
‘মুসলিম বিবাহ একটি বহু স্তরীয় চুক্তি। এটি হিন্দু বিবাহের মতো ধর্মীয় অনুষ্ঠান নয়।’ এমনটাই পর্যবেক্ষণ ভারতের কর্ণাটক হাইকোর্টের। এর পাশাপাশি আদালত বলেছেন, ‘বিবাহবিচ্ছেদ হলেই মুসলিম বিয়ের সমস্ত কর্তব্য ও দায়বদ্ধতা চুকে যায় না।’
বেঙ্গালুরুর এজাজুর রহমানের (৫২) দায়ের করা মামলার শুনানিতে বেঞ্চ আদালত এই মন্তব্য করে। রহমান ২০১১ সালের ১২ আগস্ট পারিবারিক আদালতের অতিরিক্ত প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত একটি নির্দেশকে চ্যালেঞ্জ করেন। উক্ত নির্দেশে বলা হয়েছিল যে, তার তালাকপ্রাপ্ত স্ত্রী মামলার তারিখ থেকে মৃত্যু পর্যন্ত তিন হাজার টাকা করে মাসিক খরপোষ পাবেন। তার পুনরায় বিয়ে না হওয়া পর্যন্ত এটি প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
রহমান তার স্ত্রী সায়রা বানুকে ১৯৯১ সালের ২৫ নভেম্বর তালাক দিয়েছিলেন। দেনমহর ছিল পাঁচ হাজার টাকা। এরপর রহমান আরেকটি বিয়ে করেন ও সন্তানের বাবা হন। এদিকে আগের তালাকপ্রাপ্ত স্ত্রী সায়রা বানু ২০০২ সালের ২ আগস্ট খরপোষ চেয়ে আদালতে মামলা করেন।
পারিবারিক আদালত ২০১১ সালে রহমানকে তার প্রাক্তন স্ত্রীকে সারাজীবনের জন্য মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধেই কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন রহমান। তবে সেখানে তার এই আর্জি খারিজ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এইচকে