ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি লিখেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য দেড়শ কোটি ডলার বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজের পুনর্গঠনের জন্য হাজার হাজার কোটি ডলার বাজেট বরাদ্দ দেওয়া।

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য ইসরায়েল বাজেট তৈরি করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এক টুইটে এসব লিখেছেন আলী শামখানি। রোববার ফার্সি, ইংরেজি ও হিব্রুসহ কয়েকটি ভাষায় তিনি এই টুইট করেন। 

পার্স টুডে লিখেছে, সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর দেয়, ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলার সক্ষমতা গড়ে তুলতে ইসরায়েল সরকার তাদের পার্লামেন্টের কাছে দেড়শ কোটি ডলার বাজেট চেয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের জন্য ১০০ কোটি ডলারের বাজেট চাওয়া হয়েছে এবং আগামী বছর বাকি ৫০ কোটি ডলার নেওয়ার পরিকল্পনা করেছে তেল আবিব সরকার। তবে ইসরায়েলের পার্লামেন্ট- নেসেটে এ সংক্রান্ত বিল পাস হলেই কেবল এই অর্থ পাবে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সরকার।

কয়েকদিন আগে ইসরায়েলি অর্থমন্ত্রী এভিগডোর লিবারম্যান দাবি করেছিলেন, কোনো ধরনের সমঝোতা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরা যাবে না। তিনি ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধকে ‘অবশ্যম্ভাবী’ হিসেবে উল্লেখ করে বলেন, একমাত্র যুদ্ধের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দেওয়া সম্ভব। 

এনএফ