দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় নতুন ১৩ শ’ আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল । এই প্রকল্পে ঠিকাদার আহ্বান করে ইতোমধ্যে টেন্ডার প্রকাশ করা হয়েছে বলে রোববার জানিয়েছে ইসরায়েলের গৃহায়ণ ও আবাসন নির্মাণ বিষয়ক মন্ত্রণালয়।

এক বিৃবতিতে গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ৭ টি এলাকায় এসব ভবন নির্মাণ করা হবে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিভ এলকিন বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীর এলাকায় ইহুদিদের বসতি বাড়ানোর জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। ইসরায়েলকে একটি সত্যিকার ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রকল্প এখন খুবই জরুরি।’

এদিকে, রোববার ইসরায়েলের গৃহায়ণ ও আবাসন মন্ত্রণালয় বিবৃতি দেওয়ার অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলের সরকারের এই প্রকল্পকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড বিবৃতিতে বলেন, ‘পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় ইহুদি জনসংখ্যা বাড়ানোর জন্য ইসরায়েল প্রতিনিয়ত বিভিন্ন পদ্ধতি অনুরণ করে আসছে। সেসবের মধ্যে সাম্প্রতিকতম পদক্ষেপ এই আবাসিক প্রকল্প।’

‘আমি আগেও বলেছি, আবারও বলছি- আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত যেসব ফিলিস্তিনী এলাকায় এ পর্যন্ত ইসরায়েল ভবন বা স্থাপণা নির্মাণ করেছে, সেগুলোর সবই অবৈধ। নতুন যে প্রকল্প ঘোষণা করা হলো সেটিও অবৈধ।’

‘শুধু অবৈধই নয়, বরং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রকল্প বড়া বাধা হিসেবে কাজ করবে। আমি ইসরায়েল সরকার বরাবর অবিলম্বে এই প্রকল্প বন্ধের আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তায়েহ মন্ত্রিসভার সোমবারের সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলকে এই প্রকল্প বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার বলেছেন, তিনি দ্ব্যার্থহীনভাবে ইসরায়েলকে সমর্থন করার বিপক্ষে; পাশাপাশি, তিনি বিশ্বাস করেন, দ্বি-রাষ্ট্র তত্ত্ব বা টু স্টেট সলিউশন থিওরি দশকের পর দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংকটের একটি কার্যকর সমাধান হতে পারে।

বাইডেনের ঘোষণাকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের সরকার।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইসরায়েল সরকারের এই নতুন প্রকল্প ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রশাসন উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার মিত্ররা ওই অঞ্চলে দু’টি আলাদা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েল- উভয়ের প্রতিই আহ্বান থাকবে, এই উদ্যোগ ভেস্তে যায়- এমন কোনো পদক্ষেপ যেন তাদের কেউ না নেয়।’

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীরের কিছু অংশ দখল করে ইসরায়েল। দখলকৃত অঞ্চলের সীমানা বাড়াতে প্রতিনিত বিভিন্ন তৎপরতা চালাচ্ছে দেশটি।

বর্তমানে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে বসবাস করছেন প্রায় ৪ লাখ ৭৫ হাজার ইসরায়েলি ইহুদি। তাদের অধিকাংশই সেটলার; অর্থাৎ সরকারি বন্দোবস্তে তারা ওই অঞ্চলে এসেছেন ও বসবাস করছেন।

এসএমডব্লিউ