৬ টাকার শেয়ারের দাম বেড়ে ২৫৪
শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকেই ভালো রিটার্ন পান। এজন্য দরকার দূরদর্শিতা আর সঠিক সময়ে সঠিক কোম্পানির শেয়ার কেনা। তাহলে কপাল ভালো হলে রিটার্ন আসতে পারে দ্বিগুণ, তিনগুণ এমনকি চারগুণও। তাই বলে ৬ টাকার শেয়ার কিনে ২৫৪ টাকা রিটার্ন?
হ্যাঁ, এমনই নজিরবিহীন সৌভাগ্য বয়ে এনেছে ভারতের গীতা রিন্যুয়্যাবল এনার্জি কোম্পানির শেয়ার।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শেয়ারের বাজারের অবস্থা বর্তমানে বেশ ভালো। সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। দুর্দান্ত দৌড় নিফটিরও। তবে শুধু সেনসেক্স কিংবা নিফটি-ই নয়, শেয়ার বাজারের হিসাবে দুরন্ত খেলছে বিভিন্ন কোম্পানির শেয়ারও। বেশ কিছু শেয়ারের রিটার্ন প্রায় আকাশছোঁয়া। গীতা রিন্যুয়্যাবল এনার্জির শেয়ারের গল্প কিছুটা এরকমই।
একবছরে চার হাজার শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে কোম্পানিটি। ২০২০ সালের অক্টোবরে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্য ছিল ৬ টাকা ৭ পয়সা। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ টাকা ৮০ পয়সায়। এক বছর আগে ওই শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করলে বর্তমানে তার পরিমাণ দাঁড়িয়েছে ৪১ লাখ ৯৭ হাজার টাকা।
বিজ্ঞাপন
শেয়ার বাজারের ভাষায়, গীতার শেয়ার রীতিমতো মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। কোম্পানিটির শেয়ার বর্তমানে ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন এবং ২০০ দিনের গড় উত্থান-পতনের নিরিখে ওপরের দিকে থেকেছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের খবরে।
এইচকে