পাসপোর্টের কভার অর্ডার দিয়ে হাতে এলো আসল পাসপোর্ট
দোকানে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে ভুলেছেন অনেকেই। তার পরিবর্তে অনলাইনে এক ক্লিকে পণ্য কিনতে অভ্যস্ত তারা। তবে এমন কেনাকাটায় বিভ্রাটও হয় মাঝেমধ্যে, তেমন উদাহরণও রয়েছে অনেক।
আই ফোন ১২ অর্ডার দিয়ে পাঁচ টাকার সাবান পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে কারও কারও। আর সেই পথ ধরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাড়ের পার্শ্ববর্তী কানিয়াম্বেত্তার বাসিন্দা মিঠুন নামে এক ব্যক্তির অভিজ্ঞতাও প্রায় একইরকম। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে কেবল পাসপোর্ট কভার অর্ডার দিয়ে তিনি পেয়েছেন আসল পাসপোর্ট।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত ৩০ অক্টোবর অ্যামাজনে পাসপোর্ট কভার অর্ডার দিয়েছিলেন মিঠুন। এরপর গত ১ নভেম্বর তার বাড়িতে একটি পার্সেল এসে পৌঁছায়। বাক্স খুলতেই বিস্মিত হয়ে যান মিঠুন। দেখতে পান শুধু পাসপোর্ট কভারই নয়, সঙ্গে রয়েছে একটি আসল পাসপোর্টও। তবে সেটি তার পাসপোর্ট নয়।
বিজ্ঞাপন
সঙ্গে সঙ্গে অ্যামানের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন মিঠুন। তবে কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের কথা শুনে অবাক হয়ে যান তিনি। কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা মিঠুনকে জানান, শুধু কভার পাঠানোর কথা থাকলেও হয়তো কোনোভাবে ভুল হয়ে গেছে। আর যাতে এমন ভুল না হয়, সেদিকে নজর রাখা হবে বলেই জানিয়ে দেন তারা।
বাধ্য হয়ে নিজেই আসল পাসপোর্টটি তার মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা শুরু করেন মিঠুন। তার দাবি, পাসপোর্টটি মোহাম্মদ সালিহ নামে এক ব্যক্তির। তিনি কেরালার ত্রিশূরের বাসিন্দা। পাসপোর্টে কোনো ফোন নম্বর ছিল না, তাই যোগাযোগ করতে পারছিলেন না তিনি। তবে পরে তিনি অনেক চেষ্টা করে পাসপোর্ট মালিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন মিঠুন।
কিন্তু মোহাম্মদ সালিহের পাসপোর্ট কীভাবে অ্যামাজনের কাছে গেল, তা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে মিঠুন জানান, মোহাম্মদ সালিহ তার মতো অ্যামাজনেই পাসপোর্ট কভার অর্ডার দিয়েছিলেন। পার্সেল হাতে পাওয়ার পর ওই কভারের ভেতর পাসপোর্ট ঢুকিয়েও দেখেন।
তবে পছন্দ না হওয়ায় কভারটি ফেরত দেন তিনি। কিন্তু মনের ভুলে সেই সময় পাসপোর্ট নিতে ভুলে যান সালিহ। আর ওই কভারটিই ফের মিঠুনের কাছে পাঠিয়ে দেয় অ্যামাজন। আর এতেই পাসপোর্ট আর কভারের বিভ্রাট।
টিএম