মহিষ দুধ না দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন এক কৃষক। শুধু তাই নয়, মহিষের ওপর জাদুবিদ্যার প্রভাব থাকতে পারে বলেও পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকায়। পুলিশের কাছে সাহায্য চাওয়ার ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি ডিএসপি অরবিন্দ শাহ জানান, বাবুলাল জাটভ নামে এক গ্রামবাসী শনিবার নয়াগাঁও থানায় অভিযোগ জানিয়েছেন যে তার মহিষ গত কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না। বাবুলাল আরও জানায়, অন্যান্য গ্রামবাসীরা তাকে বলেছেন যে মহিষটিকে হয়ত জাদুবিদ্যার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে।

অভিযোগ জানানোর চার ঘণ্টা পরে আবার মহিষটিকে নিয়ে থানায় যান ওই কৃষক। আরও একবার পুলিশের কাছে সাহায্য চান তিনি। এ বিষয়ে ডিএসপি অরবিন্দ শাহ আরও জানান, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছিলাম কোনো পশু চিকিৎসককে নিয়ে ওই গ্রামবাসীকে সাহায্য করতে। কিন্তু রোববার সকালে আবার গ্রামবাসীরা থানায় গিয়ে পুলিশকে ধন্যবাদ দেন এবং জানান সকালে দুধ দিয়েছে মহিষটি।

এসএসএইচ