জেরুজালেমে গোলাগুলিতে নিহত ২
ফিলিস্তিনি এক ব্যক্তির গুলি এবং ছুরিকাঘাতে ইসরায়েলের এক বসতি স্থাপনকারী নিহত ও তিনজন আহত হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলি পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন।
অধিকৃত পূর্ব-জেরুজালেমের পুরোনো নগরীর বাব আল-সিলসিলা থেকে আল-আকসা মসজিদ ভবনের সামনের দিকের রাস্তায় রোববার সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ফিলিস্তিনি ওই ব্যক্তির নাম ফাদি আবু শেখেইদেম (৪২); যিনি জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরের বাসিন্দা।
বিজ্ঞাপন
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ওই বসতি স্থাপনকারী মাথায় আঘাত পেয়েছিলেন এবং হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাদাসসাহ মেডিক্যাল সেন্টারের বিবৃতি অনুযায়ী, ফিলিস্তিনি ব্যক্তির হামলায় আহত আরেক ইসরায়েলি বসতি স্থাপনকারীও আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া হামলায় ইসরায়েলি পুলিশের ৩০ ও ৩১ বছর বয়সী দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
পূর্ব জেরুজালেমের বাসিন্দা ওই ফিলিস্তিনি একটি সাবমেশিনগান এবং ছুরি নিয়ে হামলাটি চালিয়েছে। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনি নাগরিক ফাদি বাব আজ-জাহরার কাছের ওল্ড সিটির মুসলিম এলাকার সবচেয়ে পুরোনো এবং একমাত্র আল-রশিদিয়া বয়েজ পাবলিক হাই স্কুলে শিক্ষকতা করতেন।
হামলার পর ওই স্কুলটিতে ইসরায়েলি বাহিনী দফায় দফায় অভিযান পরিচালনা করেছে। ১৯৬৭ সালের এক যুদ্ধের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেরুজালেমের পূর্ব অংশ দখল নেয় ইসরায়েল।
নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার পর ওই এলাকায় ইসরায়েলি আইন প্রয়োগ করা হয়। বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে অধিকৃত এলাকা হিসেবে মনে করে এবং সেখানে ইসরায়েলি সার্বভৌমত্বের দাবি অথবা অবৈধ বসতিকে স্বীকৃতি দেয় না।
সূত্র: আলজাজিরা।
এসএস