নিরাপদ অভিবাসনে বাংলাদেশ-গ্রিসের চুক্তি
নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে একটি ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠায় সদিচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ও গ্রিস। একইসঙ্গে নথিপত্রহীন অভিবাসীদেরও গ্রিস থেকে ফেরত পাঠাতে একমত হয়েছে উভয় দেশ।
এ বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে একটি আগ্রহ চুক্তিও (ডিক্লারেশন অব ইনটেন্ট) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনি।
বিজ্ঞাপন
গ্রিসের মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, সোমবার রাজধানী এথেন্সে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়কমন্ত্রী সোতিস মিতারাকিস সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর উভয় মন্ত্রী নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে ডিক্লারেশন অব ইনটেন্টে স্বাক্ষর করেন।
গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। একইসঙ্গে বৈধ অভিবাসন এগিয়ে নিতেও একমত পোষণ করেন তারা।
বিজ্ঞাপন
বৈঠক শেষে গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়কমন্ত্রী সোতিস মিতারাকিস বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে এবং নথিপত্রহীন অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে চাই আমরা।
অন্যদিকে বৈঠক শেষে দ্রুততম সময়ের মধ্যে সোতিস মিতারাকিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমদ।
টিএম