নির্দিষ্ট কয়েকটি জাতিগোষ্ঠীর লোকজনের করোনায় আক্রান্ত এবং এতে অতি মাত্রায় অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেশি। সম্প্রতি যুক্তরাজ্য সরকারের পরিচালিত দ্য কোভিড-ডিসপ্যারিটিস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।  

প্রতিবেদনে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়ার লোকজন, শহরে থাকা অধিক বঞ্চিত নাগরিকদের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কেন তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তা ব্যাখ্যা করা জটিল। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি মানুষকে টিকার আওতায় আনা যাবে, তত বেশি জীবন রক্ষা করা যাবে। নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত করতে টিকার বিকল্প নেই। 
 
তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় যখন টিকা ছিল না, হাসপাতাল ও কেয়ার হোমে পিপিই পরার বিধান বিধান জারি করা হয়নি, তখন করোনা সংক্রমণের বিষয়টি পেশার সঙ্গে সম্পর্কিত  ছিল। 

যুক্তরাষ্ট্র সরকারের করোনা ও জাতিগোষ্ঠী সম্পর্কিত পরামর্শক ডা. রাগিব আলি তার গবেষণায় দেখিয়েছেন, জাতিসত্তার ও টিকার সঙ্গে আক্রান্তের ঝুঁকির সম্পর্ক রয়েছে। করোনায় অসুস্থ হয়ে অনেকেই আইসিইউতে রয়েছেন যারা টিকা নেননি।  

আরএইচ