অন্যান্য কোম্পানির তৈরি টিকার ‍দুটি ডোজের প্রয়োজন হলেও তাদের উদ্ভাবিত করোনা টিকার একটি ডোজ দিয়েই মহামারি করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব বলে দাবি করেছে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন।

শুক্রবার নিজেদের টিকার তৃতীয় ধাপের বৈশ্বিক ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে জনসন অ্যান্ড জনসন। সেখানে বলা হয়েছে, করোনায় মাঝারি ও গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই টিকা ৬৬ শতাংশ কার্যকর, এবং কেবল গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ৮৫ শতাংশ।

পাশাপাশি বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় মাঝারি ও গুরুতর আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৭২ শতাংশ।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছে; পরীক্ষাগারে দু’ডোজ বিশিষ্ট এই দুই টিকার কার্যাকারিতাও প্রমাণিত হয়েছে ৯৫ শতাংশ।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য টিকার তুলনায় কার্যকারিতার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা রয়েছে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ বিশিষ্ট এই টিকার।

জনসন অ্যান্ড জনসন কোম্পনি থেকে দেওয়া এক বিবৃতিতে এই টিকার বিষয়ে বলা হয়েছে,‘ পৃথিবীর বিভিন্ন জলবায়ু বৈশিষ্টের অধিকারী বেশ কয়েকটি ভৌগলিক অঞ্চলে তৃতীয় ধাপের ট্রায়াল শেষে জেসান’স কোভিড-১৯ টিকার ৬৬ শতাংশ গড় কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টিকা দেওয়ার ২৮ দিন পর স্বেচ্ছাসেবকদের পরীক্ষা করে দেখা গেছে যুক্তরাষ্ট্রে এই টিকার কার্যকারিতা ৭২ শতাংশ, ল্যাটিন আমেরিকায় ৬৬ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ৫৭ শতাংশ।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রে করোনা মহামারি নিয়ন্ত্রণে হোয়াইট হাউস টাস্কফোর্সের সাবেক সদস্য ডা. অ্যান্থনি ফাউসি জেসান’স কোভিড-১৯ টিকার বিষয়ে এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘এই টিকা যথেষ্ট ভালো; কারণ এটা স্বল্পমূল্যের, এক ডোজ বিশিষ্ট এবং এটা সংরক্ষণে অন্যান্য টিকার মতো বিশেষভাবে শীতল তাপমাত্রার প্রয়োজন পড়ে না।’

‘যদি ৯৪-৯৫ শতাংশ কার্যকর মডার্না এবং ফাইজার-বায়োএনটেকের আমাদের হাতে না থাকতো তাহলে আজ আমরা উচ্ছসিত হয়ে বলতাম- করোনার বিরুদ্ধে ৭২ শতাংশ কার্যকর একটি টিকা তৈরি হয়েছে- কী দারুন ব্যাপার!’

‘কিন্তু এখন আমরা বলব, গুরুতর অসুস্থ রোগীদের জন্য ব্যবহারের উপযোগী এই টিকা উন্নয়নশীল দেশগুলোর জন্য সার্বিক বিবেচনায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম…সংরক্ষণ ও আর্থিক বিবেচনা তো বটেই, এক ডোজ বিশিষ্ট এই টিকা সেই দেশগুলোর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতেও এই টিকা গুরুত্বপূর্ণ।’

সূত্র: সিএনএন

এসএমডব্লিউ