সামরিক খাতে এআই প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণ চায় চীন
জাতিসংঘের ‘নির্দিষ্ট প্রচলিত অস্ত্র চুক্তির’ ষষ্ঠ পর্যালোচনা সম্মেলনে সামরিক খাতে এআই প্রযুক্তির সুশৃঙ্খল প্রয়োগের আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘকে সামরিক খাতে এআই প্রযুক্তির প্রয়োগ নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছে দেশটি।
এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়ান ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদ সম্মেলনে বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান-প্রযুক্তির নতুন এক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে। এআই প্রযুক্তি মানবজাতির জীবনযাপনের বিভিন্ন খাতে ব্যবহার করা হচ্ছে। তবে এই প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে তার নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জের ওপরও গুরুত্ব দিতে হবে। তাই সামরিক খাতে এর সুশৃঙ্খল ব্যবহার ও ঝুঁকি প্রতিরোধের ব্যবস্থা নিয়ে নিরাপদ, নির্ভরশীল উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সামরিক খাতে এআই প্রযুক্তির ব্যবহারে যত ঝুঁকি ও চ্যালেঞ্জ আছে তা মোকাবিলায় সব পক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাজি আছে চীন। একইসঙ্গে এআই প্রযুক্তির ব্যবহারে সব দেশ যাতে লাভবান হয় সেটিও চায় চীন।
শান্তিরক্ষী ও বহুপক্ষবাদের সমর্থক হিসেবে চীন বিভিন্ন পক্ষের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, এআই প্রযুক্তির সামরিক প্রয়োগের চ্যালেঞ্জ মোকাবিলা করে এ প্রযুক্তিকে আরও বেশি দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে বলে আশা করে বেইজিং।
বিজ্ঞাপন
সূত্র : সিআরআই।
এনএফ