মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সামগ্রিক মেডিকেল চেকআপ করা হবে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ রয়টার্সকে এমনটি জানিয়েছে।    

দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথিরকে সামগ্রিক মেডিকেল চেকাপের মধ্য দিয়ে যেতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।  

তবে হার্ট ইনস্টিটিউট এটি জানায়নি যে, কেন মাহাথিরকে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাহাথির মোহাম্মদকে আগামী কয়েকদিন ভর্তি থাকতে হবে।  
 
মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। তার হার্টে সমস্যার ইতিহাস রয়েছে। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। একটি বাইপাস সার্জারিও করা হয়েছে তার।   

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।   

আরএইচ