আমদানি পণ্যের ব্যবসায় লাগাম টানছে আমিরাত
আমদানিকৃত পণ্য বিক্রির ওপর বড় বড় পারিবারিক মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণের অবসান ঘটানোর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার পারিবারিক মালিকানাধীন বৃহৎ কোম্পানিগুলোকে আমদানিকৃত পণ্য বিক্রির একচেটিয়া অধিকার বাতিলের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বাণিজ্যিক সংস্থাগুলোর চুক্তির স্বয়ংক্রিয় পুনর্নবায়ন প্রক্রিয়া অবসানের একটি আইন প্রস্তাব করেছে। আইনটি পাস হলে দেশটিতে ব্যবসা পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলো নিজস্ব পণ্য বিতরণ অথবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের স্থানীয় এজেন্ট পরিবর্তন করতে পারবে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, আমিরাতের নেতারা এই আইনের অনুমোদন দিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এই আইনের অনুমোদন কবে নাগাদ পেতে পারে সেটি এখনও অনিশ্চিত। এ বিষয়ে আমিরাতের সরকারও মন্তব্য করতে রাজি হয়নি।
উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে পারিবারিক মালিকানাধীন বড় বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানই দেশটিতে সুপারমার্কেট চেইন থেকে শুরু করে গাড়ির ডিলারশিপের ফ্র্যাঞ্চাইজির মালিক।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কিছু সুপরিচিত পারিবারিক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্যারেফোর এসএ স্টোরের অপারেটর মাজিদ আল ফুতাইম হোল্ডিং এবং হোটেল, সম্পত্তি এবং গাড়ির ডিলারশিপের মালিক আল হাবতুর গ্রুপ।
সূত্র: ব্লুমবার্গ।
এসএস