করোনার উল্লম্ফন: স্বাস্থ্যসেবা কর্মীদের ছুটি বাতিল করল কাতার
উপসাগরীয় অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় কাতারের সব মেডিক্যাল এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মীর ছুটি বাতিল করেছে দেশটির প্রধান স্বাস্থ্যসেবাদানকারী সরকারি সংস্থা। দেশটির সরকার স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের ছুটি বাতিলের এই পরিকল্পনা করেছে বলে ওই সংস্থার এক অভ্যন্তরীণ নথিতে জানা গেছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্য রাষ্ট্র—বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কাতারেও চলতি মাসে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্যসেবা সংস্থা হামাদ মেডিক্যাল করপোরেশনের একটি অভ্যন্তরীণ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি কাতারে কোভিড-১৯ সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়... কোভিড-১৯ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ক্লিনিক্যাল এবং প্রশাসনিক কর্মীদের ছুটি বাতিলের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নথিতে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।’
বিজ্ঞাপন
আগামী ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ চলছে দেশটিতে। এই আয়োজনে করোনার হানা মোকাবিলায় অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সংকট মোকবিলায় অতিরিক্ত সময় ধরে দায়িত্ব পালনের জন্য কর্মীদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নথিতে জানানো হয়।
মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কাতারে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬১৬ জন। তবে গত মে মাসের পর সোমবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, জিসিসির সদস্য ছয় রাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজারের বেশি।
বিশ্বে করোনা টিকাদানের সর্বোচ্চ হার থাকা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি ৭ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটিতে এক হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে; যা ওই অঞ্চলের ছয় দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ।
সূত্র: এএফপি।
এসএস