সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেপ্তারের মাধ্যমে সোমবার অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারে সামরিক শাসন জারি হওয়ার পর সাময়িকভাবে দেশটির সব ব্যাংকের সঙ্গে ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। 

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে জানিয়েছে, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে ব্যাংকগুলোতে সোমবার সব ধরনের অর্থনৈতিক সেবা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয় যে, এর মধ্যে ব্যাংকগুলো বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেবে এবং এরপরই কবে থেকে আবার তাদের সেবা চালু হবে সে বিষয়ে জানাবে তারা।

মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনার বরাত দিয়ে দেশটির কানবাওজা ব্যাংক তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, সাময়িকভাবে তাদের ব্যাংকের শাখাগুলো কার্যক্রম বন্ধ রাখবে।

সোমবার সকালে অভ্যুত্থানের আগেই ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হতে শুরু করে। 

নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, ভোররাতে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শুরুর পর রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে সু চিকে গেপ্তারের খবর পেতে বিলম্ব হয়।

এএস