করোনার মধ্যেও হজে যেতে বিপুল সাড়া পশ্চিমবঙ্গে
২০২২ সালের হজযাত্রীদের জন্য ভারতের পশ্চিমবঙ্গে আবেদনপত্র জমা দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। গত কয়েক দিনে আবেদন পত্র জমা পড়েছে বিপুলহারে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের হজ কমিটির কার্যনির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নকি বলেন, সোমবার পর্যন্ত রাজ্যে সাড়ে চার হাজার মতো আবেদনপত্র জমা পড়েছে। গত কয়েকদিনে জেলায় বিপুল সাড়া মিলেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যে হজযাত্রীদের কোটা কত হবে তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় হজ কমিটি এখনো সেই কোটার সংখ্যা জানায়নি। তবে গত বছরের কোটা ধরে রাজ্য হজ কমিটি এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণির পরামর্শে ইমাম-মুয়াজ্জিনদের কাজে লাগিয়ে সচেতনতার কাজ চলছে জেলায় জেলায়। তাতে সাফল্য মিলেছে। হজের গুরুত্ব ও যাদের ওপর হজ ফরজ হয়েছে সে সম্পর্কে নানা বক্তব্য রাখছেন ইমামরা। ফলে মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে। যার কারণে আবেদনে গতি আসছে বলে জানান মুহাম্মদ নকি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জেলায় জেলায় মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে। করোনা বিধি নিয়ম মেনে কীভাবে আদায় করা যাবে তাও বলা হচ্ছে। এ বছর করোনা বিধি মেনে হজ পালন হবে। তাই কোনো ভাবনা চিন্তা না করে আবেদন পত্র জমা দিন। রাজ্য হজ কমিটি আপনাদের সেবায় ২৪ ঘণ্টা পাশে রয়েছে।
ওএফ