দক্ষিনপূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকাল ৯ টা ৫ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে দেশটির সংবাদামাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এক বিবৃতিতে জানিয়েছে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান।

ভূমিকম্পে জাভা দ্বীপের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি; তবে এএফপির সাংবাদিকরা জানান, জাভা দ্বীপের প্রধান শহর ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ পুরো দ্বীপেই শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে সড়কে জড়ো হন বলে জানিয়েছেন তারা।

নূর লতিফা নামের এক জাকার্তাবাসী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী এ সম্পর্কে এএফপিকে বলেন, ‘আমি টেবিলে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম ল্যাপটপ নড়ছে। তারপর তাকিয়ে দেখলাম দরজাও কাঁপছে।’

‘আমি সঙ্গে সঙ্গে আমরা রুমমেটকে নিয়ে নিচে নেমে গিয়েছিলাম।’

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্জলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় সারা বছরই ছোট-বড় মাত্রার ভূমিকম্প হয়।

এসএমডব্লিউ