বাগদাদ বিমানবন্দরে হামলা, ইরাকে কুয়েতের ফ্লাইট চলাচল স্থগিত
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে রকেট হামলা হওয়ার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় এক সপ্তাহের জন্য ইরাকে ফ্লাইট স্থগিত করেছে কুয়েত। রোববার থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশটিতে কুয়েতের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এদিকে, এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
শনিবার এক বিবৃতিতে কুয়েতের প্রধান বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ বলছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কুয়েতি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ইরাকগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ছয়টি রকেট হামলা হয়। এতে বিমানবন্দরের একটি রানওয়ে এবং বেসামরিক দু’টি বিমান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
এদিকে, বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানোর এই হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে, ইরাককে অস্থিতিশীল করার লক্ষ্যে ওই হামলা হয়েছে।
বিজ্ঞাপন
ওই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও ইরাকি কর্তৃপক্ষ বলছে, তারা কুর্দি-নেতৃত্বাধীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ইরবিল যাওয়ার পথে উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুকের কাছের একটি তল্লাশি চৌকিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
হামলা হওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, ইরাকি এয়ারওয়েজ বলেছে, ওই হামলার ফলে ফ্লাইট চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি এবং ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
পৃথক এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ দিয়ালাতে অতর্কিত হামলার পরিকল্পনার সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৯ যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
সূত্র: আলজাজিরা।
এসএস