ভারতের অরুণাচলে তুষারধসে ৭ সেনার মৃত্যু
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের চীন সীমান্তের কাছে তুষারধসে ৭ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর উত্তরপূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বর্ধন পাণ্ডে মঙ্গলবার এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘রোববার অরুণাচলের কামেং অঞ্চলে আকস্মিক তুষারধসে ৭ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ওই এলাকায় উদ্ধার অভিযান শেষে হয়েছে ও নিহত সেনা সদস্যদের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছে।’
বিজ্ঞাপন
কামেং এলাকাটি অরুণাচল রাজ্যের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট উঁচু এই এলাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক তুষারপাত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন বর্ধন পাণ্ডে।
চীনের পাশাপাশি দেশটির অধিকৃত অঞ্চল তিব্বতের সঙ্গেও সীমান্ত রয়েছে অরুণাচলের।
বিজ্ঞাপন
সীমান্ত অঞ্চলে চীনের সঙ্গে দ্বন্দ্ব বৃদ্ধির জেরে গত কয়েক বছর ধরে অরুণাচলে সেনা উপস্থিতি ও টহল বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ