অস্ট্রেলিয়ান শেফার্ড কুকুর। বয়স ৯ বছর। তবে এই কুকুর অন্য পাঁচটার মতো নয়। দারুণ প্রতিভাবান এই কুকুর ছবি আঁকে। এপর্যন্ত কুকুরটির আঁকা ছবি অনলাইনে ১৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

কুকুরটির নাম আইভি। তার সবচেয়ে দামি পেইন্টিং বিক্রি হয়েছে ৩৬০ পাউন্ডে। আইভি মাত্র দুই বছর বয়সে ছবি আঁকা শুরু করে। ৯ বছর বয়সে সে তার কল্পনাকে ক্যানভাসে তুলে ধরতে সক্ষম হয়।

আইভির মালিক লিসা কাইট। তিনি নিজের কুকুরের প্রতিভা নিয়ে খুব গর্বিত। তিনি জানান, আইভি নিজের কল্পনা ক্যানভাসে উজ্জ্বল রঙে আঁকতে পারে।

লিসা কাইট বলেছেন, আইভি একটি পেইন্টিং সম্পন্ন করতে এক সপ্তাহ সময় নেয়। তিনি প্রাথমিকভাবে আইভিকে ছোট ছোট কাজ শিখিয়েছিলেন। জ্যাকেট খুলে ফেলা, পা পরিষ্কার করা এবং কয়েন সংগ্রহ করার মতো কাজ। এখন সে সহজেই অনেক কঠিন কাজ করতে পারে।

আইভির আঁকা বিভিন্ন চিত্র বিভিন্ন ধরনের হয়। লিসার জানান, তিনি সারা বিশ্বে আইভির আঁকা ছবি বিক্রি করেন এবং এর জন্য ইন্টারনেটের সাহায্য নেন।

আইভি পেইন্টিং বিক্রি থেকে যা লাভ হয়, সেই টাকা লিসা স্থানীয় দাতব্য সংস্থা এবং ফুড ব্যাংকে দান করেন। কুকুরের প্রতিভা এভাবে ভালো কাজে ব্যবহার করেন তিনি।

এসএসএইচ