৭ লাখের বেশি ইউক্রেনীয়কে নাগরিকত্ব-পাসপোর্ট দিয়েছে রাশিয়া
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি দাবিও করছে মস্কো ও পশ্চিমা দেশগুলো।
এই পরিস্থিতিতে সামনে এসেছে নতুন তথ্য। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বসবাসরত ৭ লাখ ২০ হাজারেরও বেশি ইউক্রেনীয়কে রুশ নাগরিকত্ব ও পাসপোর্ট দিয়েছে রাশিয়া। অত্যন্ত দ্রুতগতিতে এসব মানুষকে নাগরিকত্ব ও পাসপোর্ট দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও আলজাজিরা।
বিজ্ঞাপন
সম্প্রতি এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিজের নাগরিকদের রক্ষার যুক্তিতে ব্যবস্থা নেওয়ার পথ খেলা রাখতেই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৭ লক্ষাধিক মানুষকে নাগরিকত্ব দিয়েছে রাশিয়া। অন্যদিকে, অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন কর্মকাণ্ডকে ওই এলাকায় রাশিয়ার প্রভাব ও নিয়ন্ত্রণ বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখছে ইউক্রেন।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের নাগরিকত্ব প্রদান ছাড়াও স্ব-ঘোষিত দোনেতস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রের মানুষকে মস্কোর ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও দিচ্ছে রাশিয়া। এরমধ্যে বাসিন্দাদের করোনা টিকা দেওয়া এবং স্থানীয় পণ্য উৎপাদকদের অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সুবিধাও দিচ্ছে দেশটি।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে সরব হয়েছে ইউক্রেনও। ‘অবৈধভাবে এবং গণহারে ইউক্রেনের নাগরিকদের জন্য রুশ পাসপোর্ট ইস্যু করার দায়ে’ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
অবশ্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বসবাসরত ইউক্রেনের নাগরিকরা রাশিয়ার নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে বেশ আগ্রহী। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেতস্ক শহরের বাসিন্দা ইভান মালয়ুতা বলছেন, স্ত্রী ও তিন সন্তানসহ তিনি চলতি মাসে রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং খুব শিগগিরই তারা রুশ পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
দোনেতস্ক শহরের মাইগ্রেশন সাভিস অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের নাগরিক হতে চাই। আমরা সেটির দিকে এগোচ্ছি।’
ওয়াশিংটন পোস্ট বলছে, যেভাবে দ্রুতগতিতে ইউক্রেনের ৭ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাতে খুব শিগগিরই ইভান মালয়ুতা ও তার স্ত্রী-সন্তান নতুন নাগরিকত্ব পেয়ে যাবেন।
টিএম