প্রবাসী কল্যাণ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পেলেন যারা
প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘এক্সিকিউটিভ অফিসার-সাধারণ (অফিসার সমমান)’ পদে চতুর্থ ধাপে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। এতে আরও দুইজন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৮ মে, ২০১৯ তারিখে ৩০টি শূন্য পদে লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের পর্যাক্রমে নিয়োগ দিচ্ছে ব্যাংকটি। সে ধারাবাহিকতায় এবার আরও দুইজন প্রার্থীকে চূড়ান্ত ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম প্রবাসী কল্যাণ ব্যাংক কতৃপক্ষ সম্পন্ন করবে। এছাড়াও প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসিএস সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন