মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার বাছাই কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রার্থীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রার্থীর রোল নম্বর, নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট করার জন্য অধিদপ্তর থেকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে।
বিজ্ঞাপন