প্রতীকী ছবি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত ১৪ ক্যাটাগরির ৪৭টি শূন্য পদে (স্থায়ী/অস্থায়ী) লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রকর্মী-১ (টেকনিশিয়ান-১)।পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ওয়াটার সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।। বেতন স্কেল: ১১,৩০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।বেতন স্কেল: ১১,৩০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: হিসাব সহকারী (অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট) বা ইউডিএ কাম ক্যাশিয়ার। পদসংখ্যা: ১১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সিজিপিএ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-১। পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সিজিপিএ থাকতে হবে। অথবা স্বীকৃত বোর্ড থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-২। পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সিজিপিএ থাকতে হবে। অথবা স্বীকৃত বোর্ড থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: পিএ (রাজস্ব অস্থায়ী)। পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: ড্রাফটসম্যান (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি পাস হতে হবে। ড্রাফটসম্যানশিপে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: ড্রাইভার বা ট্রাক ড্রাইভার (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ৩। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস। দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ড্রাইভার পদের ক্ষেত্রে হালকা বা ভারী এবং ট্রাক ড্রাইভার পদের ক্ষেত্রে ভারী গাড়ি চালনায় পারদর্শী হতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (রাজস্ব অস্থায়ী)। পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ১২। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: পাম্প অপারেটর (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ১।যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি সার্টিফিকেট (ভকেশনাল)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: বাবুর্চি (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি বা সমমানের সার্টিফিকেটসহ রান্নার কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: প্লাম্বার (রাজস্ব স্থায়ী)। পদসংখ্যা: ৩। যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি সার্টিফিকেট (ভকেশনাল)। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

বয়সসীমা : ২২ এপ্রিল ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের http://bina.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১-১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ মার্চ ২০২২ থেকে ২২ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।