বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে চূড়ান্ত ভাবে নিয়োগ পেয়েছে ২০০ জন। ব্যাংকটির মহাব্যবস্থাপক কাজী আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশে ব্যাংক ২০১৯ সালের ১৭ এপ্রিল ২০০ জন অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এদের প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  পুলিশ বিভাগ থেকে সন্তোষজনক তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে তাঁদের চাকরিতে যোগদানের কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।