তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। প্রতিষ্ঠানটি ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ/মেইনটেন্যান্স)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হতে হবে।  বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সহকারী ক্যামেরাম্যান। পদসংখ্যা: ২। যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: ভিডিও এডিটর। পদসংখ্যা: ২। যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: টেকনিশিয়ান। পদসংখ্যা: ১। যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। বেতন: ১৯,৩০০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: সহকারী হিসাব রক্ষক। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১৭,৭০৫ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা: ১। যোগ্যতা: এইচএসসি পাস। বেতন: ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা : প্রার্থীর বয়স ২০২২ সালের ১৯ মে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের অব্যহৃত ডাকটিকিট যুক্ত করে ৪.৫ ইঞ্চি বাই ৯.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম সহ পাঠাতে হবে প্রকল্প পরিচালক, ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭- এই ঠিকানায়।

আবেদন ফি : ১০০ টাকা 

আবেদনের শেষ তারিখ : ১৯ মে ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ফি ১০০