মানবিক সাহায্য সংস্থা (এমএসএস ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ)। পদের সংখ্যা: ২৫ জন। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস করতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে বয়স ৪০ বছর হলেও আবেদন করা যাবে।
 
সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছর অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও বাংলা-ইংরেজি টাইপিং দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৩০,০০০-৩৬০০০ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস ও ইনসেন্টিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনা জনিত আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মোটর-সাইকেলের সুদ-বিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২