স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার ড্রাফটসম্যান পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৯০ প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ৯ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৯০ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উত্তীর্ণ হলেন যারা

এছাড়াও এমসিকিউ পরীক্ষার ফল পিএসসির ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।