প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানরি অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রামার (আইটি)। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগসহ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/স্বীকৃত প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে ন্যূনপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫। বেতন স্কেল: ২৯,০০০–৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)

পদের নাম: সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমান স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল/তড়িৎ কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সহকারী প্রকৌশলী (আইটি)। পদসংখ্যা: ২।যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সহকারী প্রোগ্রামার (আইটি)। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগসহ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: চিফ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/সমমানের ডিগ্রি। সরকার অনুমোদিত ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় অথবা সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা–স্বায়ত্তশাসিত/স্বীকৃত প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪০। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: ওটি ম্যানেজার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি। নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় অথবা সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/স্বীকৃত প্রতিষ্ঠানে ওটি সুপারভাইজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর/বিদ্যুৎ/মেকানিক্যাল)। পদসংখ্যা: ৩। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)। পদসংখ্যা: ৬। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/সমমানের ডিগ্রি। সরকার অনুমোদিত ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় অথবা সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা–স্বায়ত্তশাসিত/স্বীকৃত প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ন্যূনপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩৫। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সেন্টার ম্যানেজার। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ বিজ্ঞান/বাণিজ্য/কলা/সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা। পদসংখ্যা: ৬। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ বাণিজ্যে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: লবি ম্যানেজার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ বিজ্ঞান/বাণিজ্য/কলা/সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১০। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/সমমানের ডিগ্রি। স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স পাস। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: রেসপিরেটরি থেরাপিস্ট। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/সমমান পাস। সরকার অনুমোদিত ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/এইচএসসি/সমমান পাস। সরকার অনুমোদিত ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: হিসাবরক্ষক। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ অ্যাকাউন্টিংয়ে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: সহকারী কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১০। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স পাস। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: টেকনিশিয়ান। পদসংখ্যা: ৬। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। পুর/যন্ত্র/তড়িৎ/বায়োমেডিকেল প্রকৌশল কাজে অভিজ্ঞতাসম্পন্ন ও এক বছরের প্রশিক্ষণের সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ফ্লোর সুপারভাইজার। পদসংখ্যা: ৭। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ও ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: পেশেন্ট সার্ভিস ম্যানেজার। পদসংখ্যা: ৬যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: রিসিপশনিস্ট। পদসংখ্যা: ১৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ওটি টেকনিশিয়ান। পদসংখ্যা: ২৪। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: গ্রাউন্ড ফ্লোর ম্যানেজার। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: লিফট সুপারভাইজার। পদসংখ্যা: ৪। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। লিফট মেরামতকাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: লিফট মেশিনরুম অ্যাটেনডেন্ট। পদসংখ্যা: ১০। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান পাস। লিফট মেরামতকাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: লিফটম্যান। পদসংখ্যা: ১০। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্রিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: ওটি বয়। পদসংখ্যা: ১০। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্রিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: ওটি ক্লিনার। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্রিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: আইসিইউ বয়। পদসংখ্যা: ৩। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: ক্লিনার। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুলাই প্রতিটি পদের বিপরীতে উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের https://www.bsmmu.edu.bd/ এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। 

আবেদন ফি :  ১ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ১২ থেকে ২৪ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ২৫ থেকে ২৯ নম্বর পদের জন্য ৬০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২২, বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।