ক্ষুদ্রঋণ সংস্থা ‌‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ইউমেন’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ইউমেন

বিভাগের নাম- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

পদের নাম- ট্রেইনি ক্রেডিট অফিসার

পদের সংখ্যা- ৫০০

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- দেশের বিভিন্ন স্থানে

যোগ্যতা

১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস।

২। অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।

৩। বয়সসীমা ৩২ বছর।

৪। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

৫। লক্ষ্যমাত্রা নির্ধারণে সক্ষম হতে হবে ।

বেতন ও সুযোগ সুবিধা

১। প্রশিক্ষণ কালে ৮০০০ মাসিক ( তিন মাস)

২। প্রশিক্ষণ শেষে ১৭০৪৬ টাকা মাসিক

৩। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি পাঠাবে হবে সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ ইউমেনট, বাড়ি নম্বর ৪, রোড নম্বর ১, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা- ১২১৬ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১৮ মার্চ, ২০২১ পর্যন্ত