প্রতীকী ছবি

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুসারে বিএমইটি ডাটাবেজে নিবন্ধনকৃত কর্মীদের থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। ফলে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো গমনেচ্ছুদের নিবন্ধন করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে-

যেভাবে নিবন্ধন করবেন

বিএমআইটি'র আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি প্রদান করতে হবে। 

এছাড়াও সরকার কর্তৃক অনুমোদিত ‌‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০ টাকার অতিরিক্ত আরও ১০০ টাকা প্রদান করতে হবে।

নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে ২ বছর পর্যন্ত বহাল থাকবে।

ডাটাবেজে নিবন্ধন করার যোগ্যতা

১। কর্মীর বয়স কমপক্ষে ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
২। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। তবে পরবর্তীতে দেশ ও পেশার তথ্য আপডেট করতে পারবেন।
৩। এছাড়াও পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও দক্ষতা সনদ থাকতে হবে।

‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন যেভাবে

আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে গমনেচ্ছু কর্মীরা ঘরে বসেই বিএমইটির ডাটাবেজে রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন cutt.ly/MToskR3 এখানে। চলুন তাহলে জেনে নেই, যেভাবে অ্যাপস থেকে নিবন্ধন করবেন-

১। গুগল প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপস ইন্সটল করুন।
২। বিএমইটি রেজিস্ট্রেশন সিলেক্ট করুন।
৩। দেশ হিসেবে মালয়েশিয়া, পেশা ও অভিজ্ঞতা সিলেক্টর করুন।
৪। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
৫। পেমেন্ট সম্পন্ন করুন।
৬। বিএমইটি আইডি নম্বর সংরক্ষণ করুন।
৭। সার্পোটিং ডুকমেন্ট যোগ করে প্রোফাইল সমৃদ্ধ করুন।

মালয়েশিয়ায় গমনেচ্ছুরা বিএমইটির রেজিস্ট্রেশন করবেন যেভাবে