সমাজসেবা অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
সমাজসেবা অধিদপ্তর ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি সৈয়দ মু. নূরুল বাসির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে সমাজসেবা অধিদপ্তর, সদর কার্যালয় ও আগারগাঁও, ঢাকায়। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়েই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষায় কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।
এর আগে প্রার্থীদের ২০ সেপ্টেম্বর, ২০২০ ও ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এরমধ্যেই উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে খুদে বার্তায় নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন