চলুন কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে যাই। স্কুল থেকে ফেরার পথে কিংবা রাস্তায় হাঁটতে হাঁটতে নিশ্চয়ই চুইংগাম খাওয়ার অভিজ্ঞতা রয়েছে। কেউ কেউতো আবার চুইংগাম চিবিয়ে বেলুন ফোলাতে উস্তাদ ছিলেন। বড় হয়েও এই  চুইংগাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছে অনেকেরই।

সবই ঠিক আছে। তাই বলে চুইংগাম ফোলানো কারো পেশা হয়ে উঠতে পারে, বিষয়টি হয়তো অনেকেরই কল্পনার বাইরে। কিন্তু সেই অদ্ভুত কাজটিই করছেন এক জার্মান তরুণী। তার নাম জুলিয়া ফোরাট। ৩০ বছর বয়সী এই তরুণী চুইংগাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে আয় করছেন ৭০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ হাজার টাকা।

অবাক হচ্ছেন? হওয়ারই কথা। চুইংগাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ জুলিয়া। এগুলো তিনি ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করেন। সেখানে তার অনুসারীর সংখ্যা কম নয়। 

মূলত এই চুইংগাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিও থেকেই প্রতি মাসে মোটা টাকা রোজগার করেন জুলিয়া। 

একসঙ্গে প্রায় ৩০টি চুইংগাম চিবিয়ে এমন বড় বেলুন ফোলান ওই তরুণী। এর পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তবে জুলিয়া জানিয়েছেন, চিউইং গাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালবাসেন তিনি।