প্রতীকী ছবি

এনজিও সংস্থা পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পিকেএসএফের সহায়তায় রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: কো-অর্ডিনেটর। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট/ অ্যাকাউন্টিং/ ফিন্যান্স/ অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

অথবা সিএসই/ ইইই/ সিভিল/ মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের একটির বেশি পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট/ এন্টাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে প্রশিক্ষণ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

কোনো উন্নয়ন সংস্থায় অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকার স্থানীয় ভাষা জানা থাকলে ভালো।

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে নির্বাহী পরিচালক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, ৬৭/ ৫৮, নাহার প্লাজা (অষ্টম তলা), নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।