প্রতীকী ছবি

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিতে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মূল বেতন: ১,০৫,০০০ হাজার টাকা।

পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে সাব–ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন: ৯১,০০০ হাজার টাকা।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদের সংখ্যা : সংখ্যা: ১৫। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ১২। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: ট্রেইনি সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। পদসংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

পদের নাম: ট্রেইনি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)। পদসংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। বয়স: ২০২২ সালের ১৯ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) ও সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুই বছর প্রবেশনকালে বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। চাকরি স্থায়ী হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৫২,০০০ টাকা ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেতন স্কেল ৪০,০০০ টাকা। এর সঙ্গে বাসাভাড়া, ছুটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট দেওয়া হবে।

আবেদন যেভাবে : আবেদন করা অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে। 

আবেদন ফি : ১০০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দিখতে ক্লিক করুন এখানে।