প্রতীকী ছবি

বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত একটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ অক্টোবর থেকে পয়েন্টসম্যান পদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মোট ৬৫টি গ্রুপে এই পরীক্ষা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। ডিজি অফিস, বাংলাদেশ রেলওয়ে, ১৬ আবদুল গণি রোড, ঢাকায় সকাল নয়টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

এরআগে গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ নভেম্বর পয়েন্টসম্যান পদে ৭৬২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে। এ পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে