প্রতীকী ছবি

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের ৪৩১টি উপজেলা ও ৬৪টি জেলায় ১০ বিষয়ে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

সরকারি ভাবে পরিচালিত এসব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। তবে প্রশিক্ষণগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৬-৪৫ বছরের মধ্যে হতে হবে। দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী হতে হবে।

ইতোপূর্বে যারা সংশ্লিষ্ট প্রকল্প হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন এমন কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণের সময়সীমা ৩ মাস ও ৬ মাস মেয়াদী। কোর্সভিত্তিক এই সময়সীমা কম বা বেশি হবে।

যেসব বিষয় প্রশিক্ষণ প্রদান দেওয়া হবে
১। ফ্যাশন ডিজাইন
২। বিউটিফিকেশন
৩। ক্রিস্টাল সোপিচ ও ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং
৪। মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ
৫। শতরঞ্জি ও হস্তশিল্প
৬। ফুড প্রসেসিং
৭। বেবি কেয়ার ও হাউজকিপিং
৮। কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং
৯। কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
১০। মটর ড্রাইভিং

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৩ নভেম্বর, ২০২২