বাংলাদেশ নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের  প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী। পদের  সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার। সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। যেকোনো স্বীকৃত শিপইয়ার্ড/ ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ/মেরামত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। শিপবিল্ডিং-সংক্রান্ত সফটওয়্যার অটোক্যাড, ম্যাক্সসার্ফ, রাইনো/শিপ কনস্ট্রাক্টরে পারদর্শী হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সিভিল কনস্ট্রাকশন-সংক্রান্ত কাজে মাঠপর্যায়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ও অটোক্যাডসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২২।