প্রতীকী ছবি

ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আপবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: আইএম ম্যানেজার। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: আইটি সফটওয়্যার, জিআইএস, ডেটা অ্যানালাইসিসে বিএসসি ডিগ্রি থাকতে হবে। 

আইটি সফটওয়্যার, জিআইএসে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। কোনো মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সমপদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

চূড়ান্ত নির্বাচনের পর প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কাজ করতে হবে কক্সবাজারে।

বেতন: মাসিক বেতন ১,১৫,০০০-১,১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের এই লিংক থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কাভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com এই ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager’ লিখতে হবে। ।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৩।