প্রতীকী ছবি

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা সরাসরি বা রেজিস্টার্ড ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা। পদ সংখ্যা: ২। যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্স/ পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। এমপিএইচ অথবা গবেষণা কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-০৯)

পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

পদের নাম: ক্যাশিয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। ক্যাশিয়ার পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)

পদের নাম: প্লাম্বার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লিখিত কাজে ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ (গ্রেড-১৮)

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ৩। যোগ্যতা: জেএসসি/ অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদের সংখ্যা: ৮। আবেদন যোগ্যতা: জেএসসি/ অষ্টম শ্রেণি পাস। হরিজন সম্প্রদায়ের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: জেএসসি/ অষ্টম শ্রেণি পাস। শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

বয়সসীমা : এসএসসি বা সমমানের ও জেএসসি বা সমমানের পরীক্ষার সনদের ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ থেকে নির্ধারিত হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সাদা কাগজে লিখিত/ টাইপ করা আবেদনপত্র সরাসরি বা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে পরিচালক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।