প্রতীকী ছবি

ছুটিতে থাকা সহকর্মীকে বিরক্ত করলে গুনতে হবে জরিমানা, সম্প্রতি এমনই নিয়ম চালু করেছে মুম্বাইভিত্তিক টেক কোম্পানি ড্রিম ১১। এ প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ভাবিত শেঠ সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়, ড্রিম১১-এর কোনো কর্মী যদি ছুটিতে থাকা তার কোনো সহকর্মীর সঙ্গে অফিসের কাজের ব্যাপারে যোগাযোগ করেন, তাহলে ওই কর্মীকে এক লাখ রুপি জরিমানা দিতে হবে।

মূলত প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য বছরে কমপক্ষে এক সপ্তাহ ছুটি নেওয়া বাধ্যতামূলক করেছে।

শেঠ বলেন, বছরে একবার এক সপ্তাহের জন্য আপনাকে অফিস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয় হবে। আপনি কোনো মেসেজ, ইমেইল, বা কল পাবেন না। কারণ এতে ওই সপ্তাহটা আপনার ভালো কাটবে। এর ফলে প্রতিষ্ঠানও জানতে পারবে তারা আপনার ওপর নির্ভরশীল কিনা?

এদিকে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ড্রিম১১ বিশ্বাস করে, এ নির্ভেজাল সময়টুকু কর্মীদের আরাম করতে, পুনরায় শক্তি ফিরে পেতে, ও কাজে ফিরে তাদের সর্বোচ্চ শ্রম দেওয়ার প্রস্তুতিতে সহায়তা কর।

অবশ্য এখন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকরী হিসেবেই প্রমাণিত হয়েছে বলে ৩৬ বছর বয়সী শেঠ গণমাধ্যমকে জানান।