প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যেক নিয়োগকর্তাই কর্মীদের মধ্যে কিছু না কিছু যোগ্যতা চেয়ে থাকেন। তবে মাঝেমধ্যেই কিছু প্রতিষ্ঠান ব্যতিক্রমী সব যোগ্যতা চেয়ে থাকে। তেমনই একটি প্রতিষ্ঠান ওহিও’র সান্তিনোর পিজারিয়া। এটি একটি পিজ্জার দোকান। 

সম্প্রতি তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে।

সম্প্রতি সান্তিনোর পিজারিয়া তাদের দোকানের সামনে লোক চেয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। এতে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, তারা এমন কিছু লোক খুঁজছে যারা স্টুপিড নন।

বিজ্ঞপ্তির একটি ছবি সাংবাদিক স্টেফানি ডুপ্রে টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন। সঙ্গে ক্যাপশন জুড়ে দেন, এই বিজ্ঞপ্তি নিয়ে আপনি আসলে কি ভাবছেন? এরপরেই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়।

ব্যবহারকারীরা টুইটের নিচে নানা ধরনের কমেন্টে করতে থাকেন। একজন লিখেন, সঠিক ভাবে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সেরা। আরেকজন কমেন্ট করেন, আমার কাছে এটিই সেরা মনে হয়েছে। এতে নিজেকে কেউ যোগ্য মনে না করলে আবেদন করবে না।

কেউ কেউ আবার তাদের ওয়ালে টুইটটি শেয়ার করে নানা ধরনের ক্যাপশন জুড়ে দিচ্ছে। তবে বেশির ভাগ লোকই ব্যতিক্রমী এই বিজ্ঞপ্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন।

সূত্র-টাইমসনাউ