প্রতীকী ছবি

সামনেই সমন্বিত ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এই নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিও চাই যুতসই। এ লক্ষ্যে হালনাগাদ ১০০টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর থাকছে পরীক্ষার্থীদের জন্য- 

১। ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ ৬,৭৮,০৬৪ কোটি টাকা।

২। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হয়- ২৫ জুন ২০২২ সাল।

৩। ঢাকা মেট্রো রেল উদ্বোধন হয়- ২৮ ডিসেম্বর ২০২২ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।

৪। ঢাকা মেট্রো রেলের প্রথম চালক- মরিয়ম আফিজা। প্রথম যাত্রী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫। উত্তরা থেকে আগারগাঁও। দৈর্ঘ্য ১১.৭৩ কিলো । মোট দৈর্ঘ্য ২১.২৬ কি:মি।

৬। ঢাকা মেট্রো রেল লোগো ডিজাইনার- আলী আহসান ।

আরও পড়ুন : চাকরি প্রত্যাশীদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ প্রশ্নোত্তর

৭। ঢাকা মেট্রো রেল যাত্রী নিয়ে চলাচল- ২৯ ডিসেম্বর ২০২২। [চলাচল- সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত]

৮। ঢাকা মেট্রো রেলের অর্থায়ন- বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।

৯। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়- জেনেভা, সুইজারল্যান্ড।

১০। ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বাভারিয়ান আল্পস, জার্মানি ।

১১। ২০২৩ সালে (৪৯তম) জি-৭ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- হিরোশিমা, জাপান।

১২। ব্রিকস্‌ এর ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়- চীন।

১৩। অ্যাপেক এর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্যাংকক, থাইল্যান্ড।

১৪। ন্যাটো এর ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয় - মাদ্রিদ,স্পেন।

১৫। আফ্রিকান ইউনিয়ন- এর ৩৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

১৬। ইসলামিক সহযোগী সংস্থা- এর ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়- গাম্বিয়া।

১৭। এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাক -এর ৭তম সম্মেলন অনুষ্ঠিত হয় -রাশিয়া।

১৮। এশিয়ান উন্নয়ন ব্যাংক - এর ৫৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় -শ্রীলঙ্কা।

আরও পড়ুন > হোটেল ম্যানেজমেন্ট : কোথায় পড়বেন, কী শিখবেন, আয়-রোজগার কেমন

১৯। কমনওয়েলথের ৫৫ ও ৫৬তম -সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে গ্যাবন ও টোগো।

২০। কমনওয়েলথের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়: কিগালি, রুয়ান্ডা।

২১। জলবায়ু সম্মেলন বা কোপ২৭ এর স্থান- মিশরের শার্ম আল-শেখ।

২২। জি-২০- এর ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়- বালি, ইন্দোনেশিয়া।

২৩। ২০২৩ সালে জি-২০ ১৮তম সম্মেলন হবে ভারতে।

২৪। ২০২৪ সালে জি-২০ ১৯তম সম্মেলন হবে ব্রাজিলে।

২৫। ২০২৩ সালে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- দক্ষিণ আফ্রিকাতে।

২৬। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম (১৯১টি দেশের মধ্যে)।

২৭। ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স বাংলাদেশ ১১১তম (শীর্ষ: ডেনমার্ক, সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান)

২৮। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান: ১০২তম (শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ: গিনি)

২৯। Global Hunger Index-2022 -এর তথ্যানুযায়ী, বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান: ৮৪ (ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি: ইয়েমেন।)

৩০। ‌‘হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩’ এ বাংলাদেশের অবস্থান: ১০০তম (১ম-জাপান)

৩১। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর ২০১৫-১৬।

৩২। বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে- Fintech Ecosystem Development Corporation.

৩৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩৩টি। (সর্বশেষ সদস্য - উত্তর মেসিডোনিয়া)।

৩৪। বর্তমানে World Food Programme  এর সভাপতি- মো. শামীম আহসান (বাংলাদেশ)।

৩৫। বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হলেন- আব্দুর রউফ তালুকদার।

৩৬। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

৩৭।  নতুন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।

৩৮। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক নতুন হাইকমিশনার- ভলকার তুর্ক (অস্ট্রিয়া)

৩৯। জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহো।

আরও পড়ুন > বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কি কি যোগ্যতা লাগে

৪০। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থা - ২ (১ম অবস্থান চীন)

৪১। বর্তমানে বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়কের নাম- সাকিব আল হাসান।

৪২। বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হলেন তামিম ইকবাল খান।

৪৩। বিশ্ব অর্থনীতির শীর্ষ ৫টি দেশ: যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ভারত।

৪৪। রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ হলো- চীন।

৪৫। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৩য় (ধান ও গম উৎপাদনে শীর্ষ দেশ-চীন)।

৪৬। ‌‘ভিশন-২০৪১' জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হবে- ৯ দশমিক ৯ শতাংশ।

৪৭। বিশ্বের কয়টি দেশে নিউক্লিয়ার উইপনস্‌ ব্যবহার করে- ৯টি দেশ।

৪৮। অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

৪৯। সম্প্রতি ইরান যে মুদ্রাকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করে- রাশিয়ান রুবল।

৫০। বাংলাদেশ শিক্ষা ও আইসিটি খাতে অবদানের জন্য সম্প্রতি ‘ ওয়ার্ল্ড  বুক অব রেকর্ড পুরস্কার লাভ করেন মো. সবুর খান।

৫১। ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- বাংলাদেশে

৫২। অষ্টম টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-অস্ট্রেলিয়া; অক্টোবর-নভেম্বর ২০২২ সাল।

৫৩। ৯ম টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, ২০২৪।

৫৪। দ্বাদশ নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হয়? উ. নিউজিল্যান্ড ; ২০২২ সাল।

৫৫। ১৩তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. ভারত, ২০২৩ সাল।

৫৬। ২২ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- কাতার, ২০২২ সাল (চ্যাম্পিয়ন-আর্জেটিনা, রানার আপ-ফ্রান্স)

৫৭। ২৩তম বিশ্বকাপ ফুটবল কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. 
ইউএসএ, কানাডা ও মেক্সিকো; ২০২৬।

৫৮। ৩২তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হয়? উ. জাপান

৫৯। ৩৩তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? . ফ্রান্স, ২০২৪ সাল।

৬০। ৩৪তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. যুক্তরাষ্ট্র, ২০২৮ সাল।

৬১। যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে-৫ নভেম্বর, ২০২৪ .

৬২। ২০২২ সালে আইসিসি'র আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন-পুরুষ: সিকান্দার রাজ, জিম্বাবুয়ে।

৬৩। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ -মালদ্বীপ।

৬৪। মাইক্রোসফট অফিসের নতুন নাম - Microsoft 365।

৬৫। বাংলাদেশের প্রথম যুদ্ধ-শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন সিরাজগঞ্জের ‘মেরিনা খাতুন’।

৬৬। ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয় ১২ই ডিসেম্বর, ২০২২

৬৭। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয়-১২ই ডিসেম্বর

৬৮। স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের লক্ষ্যে ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট)।

৬৯। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ- ৩২.৬৯ বিলিয়ন ডলার ফেব্রুয়ারি, ২০২৩

৭০। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ তম -দেশ হিসেবে ইউরো মুদ্রা ব্যবহার করে ক্রোয়েশিয়া।

৭১। ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার গেলে মারা যান- ২৯ ডিসেম্বর, ২০২২।

৭২। আইএমএফ এর মতে রিজার্ভ মুদ্রার ভিত্তিতে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান- ৪৭ তম

৭৩। বিশ্বব্যাংকের মতে ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২%।

৭৪। তরুণদের ধূমপান-বন্ধের আইন চালু হয়- নিউজিল্যান্ড।

৭৫। ডিজিটাল বাংলাদেশ ২০২২ পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ।

৭৬। জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করা হয়- ৩০ ডিসেম্বরকে।

৭৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন- সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ : ড. জাঁ তিরোল।

৭৮। বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গভটেক ম্যাচ্যুরিটি ইনডেক্স ২০২২’ -এর তালিকায় বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান-২১তম ৷

৭৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম দিয়েছে- 'এমপক্স’।

৮০। মাঙ্কিপক্সের এর টিকার নাম- Jynneos/ Invamex (আবিষ্কারক : Bavarian Nordic)

৮১। বর্তমানে ভোক্তা-ঋণের সুধার ১২% ( পূর্বে ছিল ৯%)।শিল্পখাতে ঋণের সুধার ৯%।

৮২। পদ্মা সেতু উদ্বোধন করা হয় - ২৫ জুন, ২০২২

৮৩। মেট্রো রেল উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২

৮৪. ডিজিটাল বাংলাদেশের বর্তমান নাম - স্মার্ট বাংলাদেশ।

৮৫. বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হবে- ২৪ নভেম্বর, ২০২৬

৮৬. বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে - ২০২৯ সাল পর্যন্ত

৮৭। ১৬ ডিসেম্বর, ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‌‌‘জয় বাংলা’ এর পরিচালক-কাজী হায়াৎ।

৮৮। জিডিপি প্রবৃদ্ধি ৭.১০% (কৃষিতে ৩.০৫%, শিল্পতে ৯.৮৬%, সেবাতে প্রবৃদ্ধি ৬.২৬%)।

৮৯। জিডিপিতে অবদান-কৃষি খাত ১১.৬১%, শিল্প খাত ৩৬.৯২%, সেবা খাত-৫১:৪৮%

৯০। মাথাপিছু আয় ২,৭৯৩ মার্কিন ডলার, মাথাপিছু জিডিপি ২৬৮৭ মার্কিন ডলার

৯১। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ: চীন ও বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

৯২। বাংলাদেশে বিনিয়োগে-শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র ও ২য় শীর্ষ দেশ: চীন।

৯৩। বৃহত্তম অর্থনৈতিক জোট- ইউ, বৃহত্তম বাণিজ্যিক সংস্থা-ডব্লিটিও, বৃহত্তম মুক্ত বাণিজ্যিক চুক্তি-আরসিইপি।

৯৪। তেল রপ্তানিতে শীর্ষ দেশ- সৌদি আরব (দ্বিতীয়-রাশিয়া) ও তেল আমদানিতে শীর্ষ দেশ - চীন।

৯৫। তেল রিজার্ভে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ও উত্তোলন-যোগ্য তেলের মজুদ শীর্ষ দেশ - ভেনিজুয়েলা।

৯৬। যুক্তরাষ্ট্র গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বশেষ তালিকায় বিশ্বের পরিবেশ-বান্ধব শীর্ষ ১০০ কারখানার মধ্যে ৫২টি বাংলাদেশে। (শীর্ষ ১০ পরিবেশ-বান্ধব কারখানার ৮টিই বাংলাদেশের)

৯৭। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে আগামীতে আসছেন ভারতীয়-মার্কিন নাগরিক অজয় বঙ্গা।

৯৮। দেশের ৩৩তম সেনানিবাস-বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস [মিঠামইন, কিশোরগঞ্জ]

৯৯। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম : পুষ্প কমল দাহাল

১০০। সার্কের বর্তমান চেয়ারপার্সন- পুষ্প কমল দাহাল (নেপাল)