প্রতীকী ছবি

নারীরা জীবদ্দশায় পুরুষের চেয়ে কমপক্ষে ১ মিলিয়ন ডলার কম আয় করেন বলে সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ইন্সটিটিউট'স ফর ফিউচার ওয়ার্ক। বুধবার নারী দিবসকে সামনে রেখে অস্ট্রেলিয়ার নারীদের আয়-রোজগারের উপর বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, নারীরা পুরুষের চেয়ে জীবদ্দশায় ১ মিলিয়ন ডলার শুধু কমই আয় করে না, কখনো কখনো ১ লাখ ৩৬ হাজারের কম আয়েই অবসর নিতে বাধ্য হন।

আরও পড়ুন> সহানুভূতিশীল ছাঁটাইয়ের নামে আসলে যা হচ্ছে

ফলে শুধুমাত্র লিঙ্গ-বৈষম্যের কারণে নারী ও পুরুষের আয় বৈষম্য তৈরি হচ্ছে। যা অনাকাঙ্ক্ষিতও বটে।

দি সেন্টার ফর ফিউচার ওয়ার্কের প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা পরিবারে দেখভাল, সন্তানের লালনপালনে করতে গিয়ে ক্যারিয়ারে মনোনিবেশ ঠিকমতো করতে পারেন না। 

বেশিরভাগ ক্ষেত্রেই তাদের এসব কাজের কারণে আর্থিক কার্যক্রমে কম অংশগ্রহণ করতে দেখা যায়। এর নেতিবাচক প্রভাব পরে আয়-রোজগারে। কার্যতই পরিশ্রম বেশি কিংবা পুরুষের সমান করেও আয়-রোজগার বাড়ে না। উপরন্তু আরও কম হয়।

আরও পড়ুন> ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন কর্মীরা, নেতিবাচক প্রভাব পড়ছে কাজে

এদিকে সন্তান লালন পালনের দায়িত্ব বাবা ও মা উভয়ের সমান হওয়া উচিত, এ নিয়ে একটি বিল উত্থাপন করলেও দেশটির সরকার ২০২৬ সাল পর্যন্ত এটি স্থগিত করেছে।

গবেষণায় আরও বলা হয়, প্রায় সব ধরনের পেশাতেই ৯৫ শতাংশ নারীর তুলনায় পুরুষদের গড় বেতন বেশি। এছাড়াও দেশটিতে এমন ৪০টি পেশা রয়েছে যেখানে পূর্ণ শক্তির ৮০ শতাংশ পুরুষদের গড় বেতন ১ লাখ ডলারের উপরে। 

অপরদিকে পূর্ণ শক্তির ৪০ শতাংশ নারীদের গড় বেতন ১ লাখ ডলারের উপরে।

দি গার্ডিয়ান