চাকরি খুঁজে দেওয়া প্রতিষ্ঠানটিই দেদারসে কর্মী ছাঁটাই করছে
প্রতীকী ছবি
প্রফেশনাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি সোমবার এই তথ্য নিশ্চিত করে। একইসঙ্গে মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, তারা চীনভিত্তিক চাকরির আবেদনের অপশনটিও বন্ধ করে দেবে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চাকরি খুঁজে দেওয়া এই প্রতিষ্ঠানটিই এবার ৭১৬ জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে।
বিজ্ঞাপন
যদিও গত বছরের শুর থেকে প্রত্যেক কোয়ার্টারেই প্রতিষ্ঠানটির রেভিনিউ বেড়েছে। তবে এর মূল প্রতিষ্ঠান মাইক্রোসফটের ছাঁটাইয়ের ঘোষণা অনুসারে লোকবল ছাটাই করছে।
গত ছয় মাস ধরেই টেক বিশ্বে কর্মী ছাঁটাইয়ের হিড়িক লেগেছে। লেঅফ ডট এফওয়াইআইয়ের তথ্য মতে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার কর্মী বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাঁটাই করা হয়েছে।
বিজ্ঞাপন
লিংকডইন মূলত অ্যাড সেলস ও সাবস্ক্রিপশন ফি থেকে আয় করে।
এদিকে কর্মীদের এক চিঠিতে লিংকডইন সিইও রায়ান রোসলানস্কি বলেন, ছাঁটাই হতে যাওয়া এই ৭১৬ জন সেলস, অপারেশন ও সাপোর্ট টিমের অন্তর্ভুক্ত।