প্রতীকী ছবি

ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিেয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এসইও রেজাল্টস অ্যান্ড এভিডেন্স ম্যানেজার। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সামাজিক গবেষণা, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ মেথড এবং ডেটা ইন্টারপ্রেটেশন ও প্রেজেন্টেশন আছে, এমন বিষয়ে অন্তত একটি ডিগ্রি থাকতে হবে।

সোশ্যাল রিসার্চ মেথডোলজি নিয়ে কাজ করে, এমন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা ম্যানেজমেন্ট ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর সপ্তাহে ৩৬ ঘণ্টা কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : বছরে মূল বেতন ২৭ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৩।